আগামী ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টনে করার সিদ্ধান্ত রয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার চাইলে বিকল্প ভেন্যুতে যাবেন তারা। সোহরাওয়ার্দী উদ্যান আর তুরাগতীর ছাড়া ঢাকা মহানগরীর ভেতরে সন্তোষজনক কোনো স্থান হলে তাও বিবেচনা করা হবে বলে তিনি জানান।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
নয়াপল্টনের বিকল্প কোনো জায়গা বিএনপির পছন্দ কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মির্জা আব্বাস বলেন, ‘আমাদের যদি বলে আমরা পছন্দ করে দেব। কিন্তু এখন নাম বলব না।’
তিনি সরকারের সমালোচনা করে বলেন, ‘বিএনপির সমাবেশ ঘিরে সরকার সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। গত রবিবার ঢাকা মহানগর নেতা ইশরাক হোসেনের ওপর হামলার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে। আজ সকালে আমার শাহজাহানপুরে বাসা পুলিশ ঘিরে রেখেছে। সমাবেশ বানচাল করতে হামলা-গ্রেপ্তার করা হচ্ছে।’
কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে বলে সতর্ক করেন তিনি।
সমাবেশ করতে বিএনপিকে ছাড় দেওয়া হয়েছে—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘বাংলাদেশ কাউকে ইজারা দেওয়া হয়নি। তাদের ছাড় দেওয়ার কী আছে? সমাবেশ করা সবার সাংবিধানিক অধিকার। সরকার বিএনপির সমাবেশ নিয়ে কেন ভয় পাচ্ছে বুঝি না।’
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।