প্রতি কেজি চিনি আজ বুধবার (২৬ অক্টোবর) থেকে ৯৫ টাকায় কিনতে পারবেন ঢাকাবাসীরা। নগরের বিভিন্ন এলাকায় ট্রাকে করে ৯৫ টাকা কেজি দরে প্যাকেট চিনি বিক্রির ঘোষণা দিয়েছে দুইটি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। আজ থেকে রাজধানীর ৬টি স্পটে সরকারি দামে চিনি বিক্রি করবে দেশবন্ধু গ্রুপ। তবে সিটি গ্রুপ নির্দিষ্ট স্পট না জানালেও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চিনি বিক্রি করবে বলে ঘোষণা দিয়েছে।কোম্পানি দুটির বরাত দিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে ৯৫ টাকায় চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এই দুই কোম্পানি। সরকার প্রতি কেজি খোলা চিনি ৯০ টাকা, আর প্যাকেটজাত চিনির কেজি ৯৫ টাকা নির্ধারণ করেছে।আজ সকাল থেকে দেশবন্ধু গ্রুপ মতিঝিল, সচিবালয়, প্রেস ক্লাব, জিরো পয়েন্ট, নিউমার্কেট ও কাওরান বাজার এলাকায় নির্ধারিত দামে (প্রতি কেজি ৯৫ টাকা) চিনি বিক্রি করবে।চিনির উৎপাদনকারী প্রতিষ্ঠান, ডিলার, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের একদিন পরই দেশবন্ধু গ্রুপ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।