ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে উত্তাল যমুনা নদীতে নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পূর্বমোহনপুর গ্রামের খোকনের স্ত্রী আয়েশা খাতুন (২৮) ও তার ছেলে আরাফাত হোসেন (২)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, রাত ৯টার দিকে সায়দাবাদ ইউনিয়নের মোহনপুর এলাকা থেকে একটি ছোট্ট খেয়া নৌকায় খোকন সরকার তার স্ত্রী আয়েশা খাতুন ও তার দুই বছরের ছেলেসহ পরিবারের ৫ জন পূর্বমোহনপুরে বাড়িতে ফিরছিলেন।