মিরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে বালু তোলার ড্রেজার ডুবে আট শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল সোমবার রাতে ‘সৈকত-২’ নামে ড্রেজারটি পানিতে ভেসে গিয়েছিল।
উপজেলার সাহেরখালী ইউনিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ৩ নম্বর জেটি এলাকার পশ্চিমে ড্রেজারটি ডুবে যায়। আজ মঙ্গলবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু করে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা।
মারা যাওয়া শ্রমিকরা হলেন—মাহমুদ মোল্লা, আল আমিন, শাহীন মোল্লা, ইমাম মোল্লা, মো. তারেক ও বাশার। বাকি দুজনের নাম জানা যায়নি।
ড্রেজারটিতে থাকা মো. সালাম নামে এক শ্রমিক তীরে ফিরতে সক্ষম হয়েছেন। মিরসরাইয়ে সাগরে ড্রেজারের সাহায্যে বালু তোলা হচ্ছে।
বেঁচে ফেরা শ্রমিক মো. সালাম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তীব্র বাতাস ও ঢেউ ওঠায় তাদের ড্রেজারটি মিরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায়। ড্রেজারটির মালিক সৈকত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ড্রেজারটিতে থাকা ৯ শ্রমিকের মধ্যে তিনি তীরে ফিরতে পারলেও বাকিরা আটকা পড়েন।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই অন্য শ্রমিকরা নৌকা নিয়ে আটকেপড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করেন। তখন তারা ভেতরে আটকাপড়া শ্রমিকদের মৃত অবস্থায় দেখেন। লাশ উদ্ধারে সাগরে ডুবুরি ও ফায়ার সার্ভিস দল কাজ শুরু করেছে।