রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক ঘটনায় দুই স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এরা হলো পশ্চিম যাত্রাবাড়ীর ওয়াসা রোডের মুনিরা আক্তার (১০) ও মাতুয়াইলের হাফসা আক্তার জেরিন (১৬)।
রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পশ্চিম যাত্রাবাড়ী ওয়াসা রোড ১৫২/২ নম্বর বাড়িতে গলায় ফাঁস দেয় মুনিরা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন তাকে।
শিশুটির বাবার নাম মোসলেউদ্দিন। যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণিতে পড়ে মুনিরা। ১ ভাই ও ২ বোনের মধ্যে সে ছিলো সবার ছোট।