দেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাং। ঘূর্ণিঝড়ের প্রভাবে গত রবিবার (২৩ অক্টোবর) রাত থেকে রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি। সময় যত গড়াতে থাকে বৃষ্টির মাত্রাও বাড়তে থাকে। বিকেল থেকে শুরু হয় মুষলধারায় বর্ষণ। বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েন নগরবাসী। বৃষ্টির পানি জমে নগরীর ও আশপাশের অনেক নিচু এলাকা তলিয়ে গেছে। অলিগলিসহ প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের।
এদিকে, ঝড়বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পরেছে কর্মজীবীরা। বৃষ্টির কারণে গণপরিবহন কম থাকায় কর্মস্থল থেকে বেরিয়ে অনেকেই বিপাকে পড়েছেন। বৃষ্টি মাথায় নিয়ে কর্মজীবীদের যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। যারা রিকশা বা সিএনজি ব্যবহার করছেন, তাদের দুই থেকে তিনগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে।