গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে তিতাস গ্যাসের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের গাজীপুর জেলার ডিজিএমসহ ২ জন আহত হয়েছেন। আহতদের কারখানার ভেতরে অবরুদ্ধ করে রাখে শ্রমিকরা। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করে।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে ওই কারখানায় উচ্ছেদ অভিযান চালালোর সময় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে তিতাস কর্তৃপক্ষ।
তাদের অভিযোগ, আয়মন টেক্সটাইল নামের কারখানাটি দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ চালিয়ে আসছিল। খবর পেয়ে রোববার দুপুরে ওই কারখানায় উচ্ছেদ অভিযানে যায় তিতাস কর্তৃপক্ষ। সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে শ্রমিকরা অতর্কিত হামলা চালায়। এতে তিতাসের সহকারী প্রকৌশলী আতিয়ার চৌধুরীসহ ২ জন গুরুতর আহত হয়। এ সময় তাদের কারখানার ভিতরে অবরুদ্ধ করে রাখে শ্রমিকরা। পরে ৯৯৯ কল দিলে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। আহতদের কালিয়াকৈর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।