ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। অসুস্থতার কারণে এখন বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সালমানের কবে ডেঙ্গু ধরা পড়েছে তা স্পষ্ট করে জানা যায়নি। তবে তার ঘনিষ্ঠ সূত্রের দাবি, তার শারীরিক অবস্থা খারাপ নয়। দ্রুত সুস্থ হয়ে এবং বিশ্রাম নিয়ে সালমান কাজে ফিরবেন।এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে সালমানকে শুটিং বন্ধ রাখতে হয়েছে। তাছাড়া কিছু দিনের জন্য ‘বিগ বস’-এর মঞ্চ থেকেও বিরতি নিতে হয়েছে তাকে। শুক্রবার দর্শক ওই শোয়ের সঞ্চালকের আসনে দেখেছেন পরিচালক করন জোহরকে। তবে শনিবার আবার সঞ্চালকের আসনে সালমানকেই দেখবেন দর্শক। কেননা, আগেই বেশ কিছু পর্বের শুটিং সেরে রেখেছেন সালমান।প্রসঙ্গত, আগামী ২৫ অক্টোবর থেকে ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবির শুটিং শুরু করার কথা সালমান খানের। তবে নায়কের অসুস্থতার কারণে বন্ধ নেই সেই ছবির কাজ। অন্যান্য অভিনেতাকে নিয়ে ছবির বাকি অংশের কাজ এগিয়ে রাখছেন পরিচালক।