রাশিয়া দাবি করেছে, ইউক্রেন খেরসন অঞ্চলে হিমার্স হামলা করেছে। এ হামলায় খেরসনের চার বাসিন্দা নিহত হয়েছেন। অঞ্চলটিতে রাশিয়ার নিয়োগ দেওয়া ডেপুটি গভর্নর কিরিল স্ট্রেমউসভের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।
কিরিল স্ট্রেমউসভ জানান, ইউক্রেনের হামলার মুখে খেরসনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে মস্কো। শুক্রবার (২১ অক্টোবর) তাদের ওপর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। অন্যদিকে হামলার বিষয়টি স্বীকার করেছেন ইউক্রেনের এক কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা হচ্ছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা এম-১৪২ হিমার্স। এই অস্ত্র ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে হিসাব বদলে দিয়েছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল মিক রায়ান। এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ‘গেম চেঞ্জার’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল মার্ক হের্টলিং।
ইউক্রেনের হামলায় খেরসন শহরের অবস্থা জটিল বলে দিন কয়েক আগেই জানিয়েছিলেন দেশটিতে যুদ্ধরত রাশিয়ার বাহিনীর নেতা জেনারেল সের্গেই সারোভিকিন। সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। হিমার্স ব্যবহার করে হামলা চালানো হচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি।