বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটের ফকিরহাটে ২ হাজার ৩শ চাষীর মাঝে বিনামুল্যে হাইব্রীড জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। দুপুরে ফকিরহাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে বীজ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা: নাছরুল মিলাতের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, বেতাগা ইউপি চেয়ারম্যান শেখ ইউনুচ আলী, শুভদিয়া ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, সোলাইমান মলিক প্রমূখ।
বক্তারা বলেন, দেশে মানুষ বাড়ার সাথে সাথে খাদ্যের চাহিদাও বাড়ছে, কিন্তু সেই তুলনায় আবাদী জমির পরিমান বাড়ছে না। যে কারনে বর্তমান কৃষি বান্ধব সরকার অল্প জমিতে অধিক ফসল ফলানোর জন্য কৃষকদের নানা প্রকার প্রনোদনা প্রদান করে আসছে।
রবি মৌসুমে বোরো ধানের হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির, লক্ষ্যে বিনামূল্যে বীজ সহায়তা প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৩শ জন চাষীর মাঝে ৪ হাজার ৬শ কেজি বীজ বিতরন করা হয়।