শেরপুরের নকলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নকলা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান শনিবার রাতে ওসি কক্ষে এক মতবিনিময় সভা করেছেন।
নকলা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, সাংবাদিক ও পুলিশ বিভাগের কোন না কোন ভাবে তাদের কর্মক্ষেত্রে তথা দায়িত্ব পালনে ঝুঁকিতে থাকেন এবং একে অপরের সহায়ক মনোভাব নিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহবান জানান। চলমান পরিস্থিতি, আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন, মাদক, জুয়া, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিরোধে করণীয় বিষয়ে একে অপরের সহায়ক ভুমিকা পালন করারও আহবান করেন তিনি। এসময় নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ ও সম্পাদক শফিউল আলমসহ সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।