কুমিল্লার বরুড়া উপজেলায় জহির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে প্রকাশ্য কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা ২টার দিকে বরুড়ার উপজেলার শিলমুড়ী (উত্তর) ইউনিয়নের জীবনপুর ঈদগাহ সংলগ্ন একটি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জহির উদ্দিন বরুড়া পৌর এলাকার জিনসার গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত বৃহস্পতিবার জীবনপুর এলাকার হাসেম মার্কেটের সামনে জহির উদ্দিনকে প্রথমে কুপিয়ে ও পরে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরুড়া থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।