এস এম ময়নুল হোসাইন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাতের আধারে বোরকা পরিহিত তিন যুবক বেল্লাল হোসেন(৫২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া পৌর এলাকার নেওয়ারগাছা নতুন পাড়ায় । নিহত বেল্লাল নেওয়ারগাছা নতুন পাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ।
নিহত বেল্লালের পারিবারিক সুত্রে জানা যায় শুক্রবার রাত ৮ টার দিকে হাট থেকে বেল্লাল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় । নেওয়ারগাছা নতুন পাড়া গ্রামের মাঝে পৌছালে বোরকা পরিহিত তিন যুবক বেল্লাালের পথ রোধ করে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে ফেলে রেখে চলে যায়।
পরে বেল্লালের আত্যচিৎকারে লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । সেখান বেল্লালের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা নেওয়া পথে রবিবার (২২ নভেম্বর) রাত ১২ টার দিকে মারা যায় ।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।