রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহিরবিভাগ ও জরুরি বিভাগের সামনে থেকে ১৮ জন দালালকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার সকালের দিকে বিশেষ অভিযান চালিয়ে হাসপাতালের সামনে থেকে তাদের আটক করে পুলিশ। চক্রটি দীর্ঘ দিন ধরেই মিথ্য প্রলোভন দেখিয়ে হাসপাতাল থেকে রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিয়ে যেতেন ।পরে আটককৃতদের রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নগর ডিবির সিনিয়র সহকারী কমিশনার রাকিবুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রামেক হাসপাতাল এবং লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্য ও রোগী ধরার দালালসহ ১৮ জনকে আটক করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিঙ্গাসাবাদে রোগী ধরার দালাল চক্রের মূলহোতার সন্ধান পাওয়া গেছে। তাকেও আটকের চেষ্টা চলছে। এছাড়া আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের পর দুপুরেই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।