টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের মির্জাপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা ভাষান মণি দাসকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেব না বলে মুচলেকা দিয়েছেন কনের বাবা।
বুধবার সকালে উপজেলার কান্ঠালিয়া গ্রামে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে এই আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) জুবায়ের হোসেন।
জানা যায়, ওই গ্রামের ভাষান মণি দাস তার অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ের বিয়ের প্রস্ততি নিচ্ছিলেন। মঙ্গলবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। বুধবার ছিল কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত হাজির হয় বিয়ে বাড়িতে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় কনের বাবাকে জরিমান করা হয়েছে এবং মুচলেকা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।