রাজধানীর টিকাটুলির মেথরপট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার বেলা ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এতে হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।