সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেহেদীর রং না শুকাতেই এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত সুমি খাতুন (২০) উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের খালিয়াপাড়া গ্রামের নয়ন হোসেনের স্ত্রী। এবং একই উপজেলার পক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি গ্রামের ব্যবসায়ী শহিদুল ইসলামের মেয়ে।
জানা যায় বিয়ের ৮ দিনের মাথায় বৃহস্পতিবার ১২ (নভেম্বর) দুপুর ২ টার দিকে শ্বশুর বাড়ি শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে সন্ধায় লাশটা উদ্ধার করে থানায় নিয়ে আসে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন,খবর পেয়ে সন্ধার পর নিহতের লাশ স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার মুল কারন জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাবার পর সঠিক কারন জানা যাবে।রিপোর্ট লেখা পর্যন্ত মেয়ে পক্ষ কোন অভিযোগ করেনি।