এস এম ময়নু্ল হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: ফ্রান্সে মহানবী ( সাঃ) এর ব্যঙ্গ চিত্র তৈরীর প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরের বেলতৈল ইউনিয়ন সর্বস্তেরর তৌহিদী জনতার ব্যানারে বুধবার সকালে ঘোরশাল সাহিত্যিক বরকাতুল্লাহ ডিগ্রী কলেজ মাঠ থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি ঘোরশাল চৌরাস্তা, মালতিডাঙ্গা হয়ে সাতবাড়িয়া হাইস্কুল মাঠে গিয়ে সমাবেশে করে। মুফতী মাওঃ আনোয়রুল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতী মাওঃ এনামুল হক মাদারীপুরী,মাওঃ আব্বাস আলী, মুফতী মাওঃ আবু হোরায়রা, মাওঃ সাব্বির আহমেদ, বিশিষ্ট রাজনীতিবীদ সৈয়দ আলী মোল্লা,শফিকুল ইসলাম,লুৎফর রহমান লাল প্রমুখ। বক্তারা, সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফ্রান্সের সাথে অবিলম্বে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দূতাবাস বন্ধ করে দিন।
অন্যথায় ১৭ কোটি তৌহিদী জনতা ফ্রান্সের বিরুদ্ধে রুখে দাড়াবে। ফ্রান্সের যাবতীয় পন্য বয়কটসহ সকল ইসলাম বিরোধী শক্তিকে প্রতিহত করার ঘোষনা দেন মুছুল্লীরা