শেরপুরের নকলা থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৫ জনকে গ্রেফতার করে আজ সকালে আদালতে প্রেরণ করেছেন। এর মধ্যে দুইজন স্বেচ্ছায় আত্মসমর্পন করেন। বাকী ১৩ জনের মধ্যে ৫জন সাঁজাপ্রাপ্ত, অন্যান্য মামলায় আরো ৮জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, রাজু, সুলতান, রুবেল ফরাজী, শরাফত হোসেন, সুমন মিয়া, রিপন মিয়া, আলেছা বেগম, শফিকুল, মোখলেছুর রহমান, আ: কদ্দুস, রুমেছা বেগম, শহিদুল ইসলাম, বিল্লাল হোসেন, রিমা বেগম ও আ: খালেক ফরাজী।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন শাহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গতরাতে আমরা ১৫ জনকে গ্রেফতার করি। এর মধ্যে দুজন জানতো না তাদের নামে গ্রেফতারী পরোয়ানা জারি হইছে। যখন জানতে পেরেছেন তখন তারা আইনের প্রতি সম্মান দেখিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পন করেন। আমরাও তাদের সম্মানের সাথে আদালতে প্রেরন করি। এতে করে পুলিশ জনগনের মধ্যে সম্পর্ক আরো বেশি মজবুত হবে বলে আমি মনে করি।