রায়হান ইসলাম, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে শিশু হত্যার ঘটনায় ফারুক হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরের দিকে রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো: আব্দুস সালাম এ রায় প্রদান করেন ।
দণ্ডপ্রাপ্ত আসামি হলো, উপজেলার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা । ২০১১ সালের ২৩ জুন সুইটি আক্তার বন্যা নামের এক স্কুল শিক্ষার্থীকে কানের দুল কেড়ে নেওয়ার জন্য খুন করে আসামী ফারুক হোসেন। এ ঘটনায় বন্যার বাবা বাদী হয়ে মোহনপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় আসামিকে যাবজ্জীবন সাজাসহ আরও এক বছরের সশ্রম কারাদণ্ড অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অরিতিরিক্ত পাবলিক প্রশিকিউটর শরিফুল ইসলাম।