টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৩০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমুল্লি রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস ছবুর বলেন, স্থানীয়রা রেল লাইনে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে ওই নারী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হবে।