নিবন্ধন পেয়েছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আওয়ার নিউজ ২৪ ডটকম (www.ournews24.com)। রবিবার (১ নভেম্বর) সকালে সচিবালয়ে তথ্য অধিদফতর পোর্টালটির সম্পাদক ও প্রকাশক গোলাম মুক্তাদির এর হাতে নিবন্ধনের সনদপত্র তুলে দেন।
এর আগে অপসাংবাদিকতা রোধে ২০১৫ সালে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের কার্যক্রম হাতে নেয় সরকার। আবেদন পত্র জমা নেয়ার পর একাধিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাইয়ের পর দেয়া হচ্ছে নিবন্ধন। সরকারি সংস্থার যাচাই-বাছাই শেষে গত ৩০ জুলাই নিবন্ধনের জন্য ৩৪টি অনলাইন নিউজ পোর্টালের তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়। নিবন্ধন দেয়ার কর্তৃপক্ষ নির্ধারণ করা হয় তথ্য মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদফতরকে। একইসঙ্গে নিবন্ধন ফিও নির্ধারণ করে দেয়া হয়। সরকার নির্ধারিত ফি জমা দেয়ার পর পোর্টালগুলোকে নিবন্ধন সনদ দিচ্ছে তথ্য অধিদফতর। এরই ধারাবাহিকতায় আওয়ার নিউজ ২৪ ডটকম রবিবার সকালে নিবন্ধন সনদ হাতে পায়।
আওয়ার নিউজ ২৪ ডটকমের সম্পাদক গোলাম মুক্তাদির তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা খুবই আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনলাইন গণমাধ্যমের ভুমিকা গুরুত্বপূর্ণ। সময় নিলেও অবশেষে নিবন্ধনের কাজটি করতে পেরেছে সরকার, তাই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।
সেখানে বলা হয়, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন (রেজিস্ট্রেশন) একটি চলমান প্রক্রিয়া। যেসব অনলাইন নিউজ পোর্টালের বিষয়ে সরকার নির্ধারিত সংস্থাগুলোর অনাপত্তি পাওয়া গেছে, শুধুমাত্র সেগুলোর তালিকা প্রকাশ করা হল এবং তাদের রেজিস্ট্রেশনের অনুমতি দেওয়া হল।