মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নির্মাতা। টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি প্রশংসিত। বর্তমানে তাঁর নির্মিত প্রচার চলতি ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’ তুমুল জনপ্রিয়তা পেয়েছে।তবে নির্মাতা রাজ দিলেন দর্শকদের জন্য নতুন সুখবর। তিনি নির্মাণ করতে যাচ্ছেন নতুন আরেকটি ধারাবাহিক নাটক নাম ‘হিট’।ইতিমধ্যে নাটকের অভিনয়শিল্পীদের নাম ঠিক করে ফেলেছেন রাজ।
রাজের নতুন এ ধারাবাহিকে অভিনয় করবেন হাসান মাসুদ,সাজু খাদেম,মুকিত জাকারিয়া,মনিরা মিঠু,আশনা হাবিব ভাবনা,সারিকা সাবাহ,নীলাঞ্জনা নীল,ইশতিয়াক আহমেদ রুমেল,সুমাইয়া আনজুম মিথিলা,মো.আবুবকর রোকন,সারিকা সাবাহ,নাজিমউদ্দিন রাজু, তানজিম হাসান অনিক প্রমুখ।
নতুন ধারাবাহিকটি নিয়ে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘হিট’ নাটকটি রচনা করেছেন মারুফ রেহমান।এটি হতে যাচ্ছে আমার নির্মিত ১৩ তম সিরিয়াল। ‘হিট’ নাটকের গল্পেও দর্শকরা তাদের দৈনন্দিন জীবনযাত্রার প্রতিচ্ছবি খুঁজে পাবেন। এর মাধ্যমে আমার পুরনো প্রিয় দুই কলিগ-বন্ধু হাসান ভাই ও রুমেল অভিনয়ে সরব হবে। এটাও একটা ভালোলাগার বিষয়।আশা করছি আমার অন্য কাজগুলোর মতো দর্শকের মাঝে ‘হিট’ নাটকটি সাড়া ফেলবে।
উল্লেখ্য,মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নাটক নির্মাণের পাশাপাশি ‘প্রজাপতি’ চলচ্চিত্র নির্মাণ করেন ২০১১ সালে। একই বছরের ৭ নভেম্বর ছবিটি মুক্তি পায়। এ চলচ্চিত্রে অভিনয় করেন মৌসুমী, জাহিদ হাসান, মোশাররফ করিম প্রমুখ।
রাজের প্রথম চলচ্চিত্র তিন ক্যাটাগরিতে পায় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ গীতিকার এবং শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে ছবিটি।
পরে রাজ আরো নির্মাণ করেন ‘ছায়া-ছবি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’, ‘যদি একদিন’সহ মোট পাঁচটি চলচ্চিত্র। এ ছাড়া অসংখ্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম নির্মাণ করেছেন তিনি।