এস এম ময়নুল হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় দবিরগঞ্জ গ্রামের সাবেক সেনা কর্মকর্তা রফিকুল ইসলাম মিয়ার (৬৩) দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১ টার দিকে সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনী সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।
জানা,যায় গত (২৯ অক্টোবর) দুপুর ১.৪৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সি এম এইচে) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ৫-৪-১৯৮০ইং যোগদান করেন এবং ৪-৪-১৯৯৮ইং সালে তিনি অবসর গ্রহণ করেন।