নিজস্ব প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)- কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শেরপুর শহরের নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ মানুষসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় ফ্রান্সের পতাকা পুড়িয়ে ও ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুভকারীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান করেন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ক্ষমা চাওয়ার আহবান জানান। এসময় এ ঘটনায় বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান জানিয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।