রায়হান ইসলাম, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান হত্যাকান্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার সকালে দূর্গাপুরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন মৃধাকে স্বরকলিপি জমা দেন এলাকাবাসী।
মুস্তাফিজ হত্যার নেপথ্য অস্ত্রধারী সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার খুনের রহস্য উদঘাটন এবং ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে মানব বন্ধনে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
উল্লেখ্য, গত শনিবার রাজশাহী থেকে ঢাকায় তার নিজ কর্মস্থলে ফেরার পথে ভোরের দিকে সাভের ছিনতাইকারীদের হাতে খুন হোন মুস্তাফিজ।