নীলফামারী সংবাদদাতা: নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম) সহ নতুন করেন ৮জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক হাজার ১শ৩৯ জনে।
নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর করিব বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে জানান পুলিশ সুপার মঙ্গলবার (২০ অক্টোবর/২০২০) নমুনা পরীক্ষার জন্য দিলে বুধবার রির্পোটে তার করোনা পজেটিভ আসে।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আরটিপিসিআর ল্যাবের নিকট হতে প্রাপ্ত নীলফামারী জেলার ৩৮টি নমুনা পরীক্ষায় বুধবার পুলিশ সুপারসহ ৮ জনের করোনা পজেটিভ এসেছে। এনিয়ে জেলায় এক হাজার ১৩৯ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন এক হাজার ৭৭জন ও মৃত্যু বরণ করেছেন ২০ জন।