সিলেটে পুলিশের নির্মম নির্যাতনে রায়হান উদ্দিন হত্যায় অভিযুক্ত এসআই আকবর হোসেন যেন কোনোভাবেই দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পালাতে না পারে সেজন্য সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এই সতর্কতা জারি করে। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান টিটো সাংবাদিকদের কাছে এর সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর বিকালে সিলেটের বন্দর বাজার থানার পুলিশ রায়হান উদ্দিনকে আটক করে। এসময় তাকে ছেড়ে দেওয়ার জন্য টাকা দাবি করে এসআই আকবর। একপর্যায়ে তার ওপর শারীরিক নির্যাতন চালালে মারা যায় রায়হান। এঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী সিলেট সদর থানায় হত্যা মামলা দায়ের করে। এরপর থানা থেকে পালিয়ে যায় আকবর। পরে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে মামলার তদন্তের নির্দেশ দেয়। এখনো পর্যন্ত এসআই আকবর গ্রেফতার না হওয়ায় পিবিআই তার দেশত্যাগ রোধে এই নিষেধাজ্ঞা জারি করে।