সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে আবারও কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি এর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, নৌ-পথে নাব্য সংকট থাকায় লঞ্চ চলাচল করতে পারছে না। এ কারণেই সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নৌ-রুটের হাজরা চ্যানেলে দিন দিন পানি কমতে থাকায় লঞ্চের তলদেশ ডুবোচরে আটকে যাচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছিল লঞ্চ। সোমবার সকালে এ সংকট প্রকট আকার ধারণ করায় লঞ্চ চলাচল বন্ধ রেখেছে লঞ্চ চালক ও মালিকেরা। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করা হচ্ছে। এদিকে সকাল থেকে লঞ্চ বন্ধ থাকায় স্পিডবোটে যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা দিয়েছে। অনেক স্পিডবোটে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করতে দেখা যায়। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
উল্লেখ্য, গত দুই মাস ধরেই কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বার বার বাধাগ্রস্ত হচ্ছে। নাব্য সঙ্কটের কারণে কয়েক দফায় এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।