ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার ( ১৭ অক্টোবর) সকাল নয়টায় থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ১৮৭ কেন্দ্রে উপ-নির্বাচনের ভোট নেয়া হবে।
নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ১৪ জন নির্বাহী হাকিম দায়িত্ব পালন করছেন। র্যাব-বিজিবির সদস্যরা রয়েছেন সর্তক পাহারায়।
জানা গেছে, ভোটের সময় ইভিএম মেশিনে কোন গোলযোগ তৈরি হলে অতিরিক্ত ইভিএম মেশিন ব্যবহার হবে। এ উপনির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম ও বিএনপির সালাহ উদ্দিন আহমেদ। সকাল ৯ টায় ঢাকা-৫ আসনে ভোটগ্রহণ শুরু