নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। নির্দেশে তাকে বেগমগঞ্জ মডেল থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। বুধবারের মধ্যে তাকে চট্টগ্রাম রেঞ্জে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কি কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে তা জেলা পুলিশ জানাতে অপারগতা প্রকাশ করেন।
বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে অনৈতিক কাজের প্রস্তাবে রাজি না হওয়ায় ২ সেপ্টেম্বর ৩৫ বছর বয়সী এক নারীকে রাতের আঁধারে বসতঘরে ডুকে সংঘবদ্ধ ধর্ষণ চেষ্টা চালায় স্থানীয় সন্ত্রাসী বাহিনী প্রধান দেলোয়ার ও তার লোকজন। ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও নির্যাতনের দৃশ্য মুঠোফোনে ধারণ করে। ৪ অক্টোবর নির্যাতনের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পুলিশ প্রশাসনে তোলপাড় ও দেশব্যাপী নিন্দার ঝড় শুরু হয়। এরপর বেগমগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সম্রাট ও সুমন বাহিনী এবং সুমনের সহাযোগী দেলোয়ার বাহিনীসহ বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের বাহিনী নিয়ে গণ মাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রচার হলে পুলিশ প্রশাসনে এ নিয়ে তোলপাড় শুরু হয়।
বেমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরীর সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় কথা বললে তিনি তার প্রতাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি থানার পরিদর্শক (তদন্ত ) রুহুল আমিনের কাছে চার্জ হস্তান্তর করার কাজ করছেন।