মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার আড়ুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনকারী প্রধান শিক্ষকের অপসারণ দাবী করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রীরা।
আজ শনিবার সকালে ওই বিদ্যালয়ের অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান শিক্ষকের অপসারণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনেরও ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এছাড়া মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরাও ওই প্রধান শিক্ষকের অপসারণ দাবী করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার স্কুলে না আসার অভিযোগে কিংকন বৈদ্য নামের এক শিক্ষার্থীকে রাস্তা থেকে ধরে এনে পিলারের সাথে বেঁধে নির্যাতন করেন প্রধান শিক্ষক স্বপন ঠাকুর। আহত অবস্থায় ওই শিক্ষার্থী এখন রাজৈর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।