বিনোদন সংবাদ ঃ ভালবাসার দিন মানেই কি ভ্যালেন্টাইনস্ ডে? হয়তো নয়, আবার হয়তো বা…।আসলে ভালবাসাটা সেলিব্রেট করা দরকার প্রতিদিন, প্রতি মুহূর্তে। যে কোনও ভালবাসাই যত্ন করে আগলে রাখা উচিত। আর যদি একটা বিশেষ দিনে আমরা সেলিব্রেট করি, তাতেই বা অসুবিধে কোথায়? যত দিন যাচ্ছে আমরা প্রত্যেকে এত ব্যস্ত হয়ে পড়ছি, সে কারণেই ভালবাসার সেলিব্রেশনটা জরুরি। বন্ধু, বাবা-মা, কাপল— সকলের সেলিব্রেট করা উচিত।
আমার ভ্যালেন্টাইস্ ডে নিয়ে আলাদা কোনও প্ল্যান নেই। অতনুদার ছবি ‘বিনি সুতো’র শুটিং করব। স্কুল-কলেজে অবশ্য ভ্যালেন্টাইনস্ ডে প্রেমিকদের সঙ্গে কাটিয়েছি। চান্দ্রেয়ী ঘোষ-বলেন এমনও হয়েছে, ভ্যালেন্টাইনস্ ডের ঠিক আগেই ব্রেক আপ হয়েছে। ফলে সে বছর আর প্রেমিকের সঙ্গে কাটানো হয়নি। আসলে জীবনে প্রচুর প্রেম করেছি তো, মনে থাকে না। হা হা হা… ।