বিশেষ সংবাদাতাঃ সরকারের কঠোর সমালোচনা করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ,“বলেন, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা ব্যক্তি ও দণ্ডপ্রাপ্তরা মুক্তি পাচ্ছে কিন্তু খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে! ‘ যিনি একটি টাকাও দুর্নীতি করেননি বলে দাবি করেছেন সাবেক এই মন্ত্রী।
তিনি আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২০ দলীয় জোটের প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে লেবার পার্টির সংহতি সমাবেশে তিনি এ কথা বলেন।
দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কোনো টাকা দুর্নীতি করেননি বলে দাবি করে অলি আহমদ বলেন, ‘দুর্নীতিকারী এবং দণ্ডপ্রাপ্তরা মুক্তি পাচ্ছে। হাজার হাজার কোটি টাকা লুটকারীদের বিচার হচ্ছে না। কিন্তু খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে, যিনি একটি টাকাও দুর্নীতি করেন নাই। যে টাকার দুর্নীতির দায়ে তাকে জেলে রাখা হয়েছে তা তিনি দেখেনও নাই। আসলে খালেদা জিয়াকে শাস্তি দেওয়া হচ্ছে না, শাস্তি দেওয়া হচ্ছে জাতীয়তাবাদী শক্তিকে। কারণ জাতীয়তাবাদী শক্তি ধ্বংস হলে বর্তমান সরকার যা মনে চায় তাই করতে পারবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘বর্তমান স্বাধীন দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, আইন–শৃঙ্খলা বাহিনী যেভাবে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার করছে এ রকম অত্যাচার পাকিস্তানি স্বৈরশাসকরাও করেনি।’
এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে এলডিপির চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হবে, অংশগ্রহণমূলক হবে, আমরা বিশ্বাস করেছিলাম। কিন্তু এ ধরনের ডাকাতি হবে এটা জানলে আমরা নির্বাচনে যেতাম না।’
আওয়ামী লীগ কখনো জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি জানিয়ে অলি আহমদ বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ কখনো জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি। তারা কোনো না কোনো সমস্যা বাধিয়ে সরকার গঠন করেছে।’
লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন-কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল সৈয়দ ইব্রাহিম, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, এনডিপির চেয়ারম্যান মো. আবু তাহের প্রমুখ।