বিনোদন রির্পোটঃ
পুরুষ শাসিত সমাজে আধুনিক পুরুষেরা বাড়িতে কাকে বেশী ভয় পান! এমনি এক প্রশ্নের মুখোমুখি অমিতাভ বচ্চন পু্ত্র অভিষেক’ আপনি কাকে বেশি ভয় পান? পুরুষ পাঠকদের জন্য এ প্রশ্ন হলে, দুটো অপশন যদি দেওয়া হয়, বউ নাকি মা, আপনি কাকে বেছে নেবেন ? এক একজনের উত্তর হয়ত এক এক রকম হবে। ঠিক এ প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন অভিষেক বচ্চন। কী উত্তর দিলেন নায়ক?
সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’র সেটে হাজির হয়েছিলেন অভিষেক এবং শ্বেতা বচ্চন। দিন কয়েকের মধ্যেই সম্প্রচারিত হবে ওই এপিসোড। সদ্য মুক্তি পেয়েছে তার প্রোমো। সেখানে অভিষেককে র্যাপিড ফায়ার রাউন্ডে এই প্রশ্ন করেছেন কর্ণ। ঝটিতি জবাবে অভিষেক বলেন, ‘মা’। কিন্তু এর একটা উল্টো পিঠও রয়েছে। সেটা ফাঁস করে দেন শ্বেতা।
অভিষেকের উত্তর শুনে শ্বেতা বলেন, ‘বউও’। আর এতেই হাসতে শুরু করেন সকলে। সত্যিই কি অভিষেক বউ অর্থাত্ ঐশ্বর্যা রাই বচ্চনকে ভয় পান? সত্যিটা যাই হোক, ক্যামেরার সামনে অন্তত সেটা স্বীকার করতে চাননি অভিষেক।